এমপির গল্প মন্ত্রীর গল্প

৳ 120.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9847025401839
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৬৩
সংস্কার 1st Published, 2013
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লিখা কথা
লুৎফর রহমান রিটন যে বাংলাদেশের অবিসংবাদিত ছড়াকার সে কথা আজ আর গাঙ্গেয় বদ্বীপবাসী কাউকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু গদ্য রচনার ক্ষেত্রেও রিটনের পারঙ্গমতার বিষয়টির অনেকেরিই অজানা। ছোটদের জন্যে কয়েকটি গল্প উপন্যাসের পাশাপাশি তিনি লিখেছেন বয়স্কজনপাঠ্য কয়েকটি গ্রন্থ। ফেব্রুয়ারি ২০১২ তে প্রকাশিত হয়েছিল তাঁর সর্বশেষ উপন্যাস জামিল মজিদের তৃতীয় জীবন। এমপির গল্প মন্ত্রীর গল্প এই ধারারই সাম্প্রতিক সংযোজন।
লুৎফর রহমান রিটন গল্প বলার ভঙ্গিটি এতোটাই আকর্ষণীয় যে পাঠকের মনে হবে ঘটনার ঘনঘটায় পাঠক স্বয়ং সেখানে উপস্থিত। এমপির গল্প ২০০৪ সালে এবং মন্ত্রীর গল্প ১৯৯৯ সালে রচিত হয়।

Lutfur Rahman Reton
পুরনো ঢাকার ওয়ারী এলাকায় তার শৈশব অতিবাহিত হয়। ১৯৭৯ খ্রিস্টাব্দে নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮১ খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৮৯ খ্রিস্টাব্দে আবুজর গিফারি কলেজ থেকে স্নাতক শেষ করেন।
তিনি ২০০১ খ্রিস্টাব্দে জাপানে বাংলাদেশের কালচারাল এটাশে নিযুক্ত হয়েছিলেন। সাবেক সম্পাদক হিসেবে ছোটদের কাগজ (অধুনালুপ্ত); জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের সাবেক ফার্স্ট সেক্রেটারি (২০০০-২০০১) ছিলেন।
তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ: ছড়া: ধুত্তুরি (১৯৮২); ঢাকা আমার ঢাকা (১৯৮৪); উপস্থিত সুধীবৃন্ধ (১৯৮৪); হিজিবিজি (১৯৮৭); তোমার জন্য (১৯৮৯); ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ (১৯৮৯); রাজাকারের ছড়া (১৯৯৯); শেয়ালের পাঠশালা (১৯৯২); রোকনুজ্জামান খান দাদাভাই স্মারকগ্রন্থ (২০০০); নেপথ্য কাহিনী (২০০১)।
সম্মাননা ও স্বীকৃতি
সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার ১৯৮২, অগ্রণী ব্যাংক শিশু ,সাহিত্য পুরস্কার ১৯৮২, ১৯৯৬, ঢাকা বিশ্ববিদ্যালয় পুরস্কার ১৯৮৪, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০০৭


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ