বই পরিচিতিঃ
আজ থেকে প্রায় ১৩.৭ বিলিয়ন বছর আগেকার কথা। একটি ভয়াল বিস্ফোরণের মধ্যে দিয়ে যাত্রা শুরু আমাদের মহাবিশ্বের। সে থেকে আজ পর্যন্ত মহাবিশ্বে স্থান আর সময়ের একসাথে পথচলা। আর সেই সময়ের বাঁক ধরে প্রকৃতির এলোমেলো খেলার এক অনবদ্য রূপস্তত্বা আজ আমরা মানুষ। সৃষ্টি, মননে আর উৎকর্ষতায় সবার সেরা। নিজের উন্নত মস্তিষ্ককে কাজে লাগিয়ে আজ আমরা তাই বেরিয়েছি শিকড়ের সন্ধানে। মহাবিশ্বের শিকড়ের সন্ধানে। এই শিকড়ের খোঁজে বেরিয়েই একদিন আমাদের চোখে ধরা পড়ে গেলো মহাবিশ্বের সবচেয়ে আদিম জগতের ছবি। মহাবিশ্বের শৈশবের ছবি। তারপর একে একে বেরিয়ে এলো রহস্যের সব ধুম্রজাল। সময়ের সাথে মহাবিশ্বের বিবর্তন নিয়ে মানুষের চিন্তার এই ইতিহাস উঠে এসেছে তিন বিজ্ঞানপ্রেমী ভাইবোনের প্রাত্যাহিক কথোপকোথনে।
লেখক পরিচিতিঃ
আবদুল্লাহ আল মাহমুদ বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক্স প্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। বুয়েটের সত্যেন বোস বিজ্ঞান ক্লাবের প্রেসিডেন্ট। । প্রধানত বিজ্ঞান লেখক এবং বিজ্ঞান পত্রিকা প্রকাশের কাজে জড়িত। মাসিক বিজ্ঞান সাময়িকী ‘জিরো টু ইনফিনিটি’ এবং ত্রৈমাসিক গণিত সাময়িকী ‘পাই জিরো টু ইনফিনিটি’ এর সম্পাদক ও প্রকাশক। অবসর সময়ে ব্লগে লেখালেখি করে থাকেন । পূর্ববর্তী প্রকাশনাঃ দূর আকাশের হাতছানি। শোভা প্রকাশ। একুশে বইমেলা ২০১২। সহলেখকঃ ফারসীম মান্নান মোহাম্মদী, সহকারি অধ্যাপক, ইইই, বুয়েট