“অপহরণের চিঠি : তনু কাকা সিরিজ ৮” বইয়ের ফ্ল্যাপের লেখা
আমার একটু প্রতিবাদ করতে ইচ্ছে হলাে। বললাম, কিন্তু বিদেশেও তাে নানা অসুবিধা আছে। ত্রিনিদাদে ট্যাক্সি পেতে কী ঝামেলা হয়!! ডাকলে এক ঘণ্টা পর আসে। সাব্বির মামা বিরক্ত হয়ে বলল, বিদেশে ঝামেলা হবে কেন? তােরা হয়তাে ঠিকমতাে ডাকতে পারিসনি। ঠিকমতাে ডাকতে পারব না কেন? হয়তাে ভুল ঠিকানা বলেছিলি। ভুল ঠিকানা দেয়ার প্রশ্নই আসে না। ওই ট্যাক্সিই আগের দিন আমাদের নামিয়ে দিয়েছিল। মামা হেসে বলে, তাহলে হয়তাে আগের দিন ভাড়া নিয়ে মুলামুলি বেশি করেছিলি। জানিস তাে ওসব দেশে মুলামুলি একদম চলে না। সবার এক কথা এক দাম। কোনাে ঝামেলা নেই।