কবিতার বাসরঘর

৳ 200.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লিখা কথা
‘আর কোনো কথা না বলে পদ্মলক্ষী বাথরুমে ঢুকে দরজা বন্ধ করল। গায়ে একমগ জল ঢাললো সে। দরজায় টোকা দিল মোহন। ভেতর থেকে কথা বলল পদ্মলক্ষী, আজ তোয়ালে লাগবে না।
না, না তোয়ালের ব্যাপার নয়। আমি তো হাত মুখ ধুইনি। তার আগেই আপনি দরজা বন্ধ করে দিলেন।
আমি গায়ে জল ঢেলেছি। এখন কি দরজা খুলব?
না, না। চুপসে যায় মোহন। বাথরুমের জলের শব্দ এবং চুড়ির শব্দ একাকার হয়ে যায়। দরজার ফাঁক গলে যতটুকু শ্বদ আসে কান পেতে শোনে মোহন। গোপনে উপভোগ করে।’
কবিতার বাসরঘর কোনো কবিতা সংক্রান্ত রচনা নয়। কবিতা কারো নামও নয়। মধ্যবিত্ত এক বিবাহিত তরুণ-তরুণীর যাপিত জীবন কি কবিতার ছন্দের মতো হতে পারে?
আমেরিকার আইন অনুযায়ী তারা বিবাহিত স্বামী-স্ত্রী হয়েও কেন এক বছর আলাদা বিছানায় রাত কাটাল? তারা কি পরস্পর ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েছিল? না , মোটেও না। গল্পের ভিতরে গল্প, ভবিষ্যতের জন্য রেখে দেওয়া গল্প। তপন দেবনাথ এর উপন্যাস ‘কবিতার বাসরঘর’ চিরকালীন ভালোলাগার এক অনবদ্য রচনা , যা পাঠককে ভাবিয়ে তুলবে তার মননশীলতাকে, জাগিয়ে তুলবে ভেতরে লুকিয়ে থাকা ভালো মানুষটিকে।

তপন দেবনাথ ১৯৬৫ সালের ৫ মে ভােলা জেলার বােরহান উদ্দিন থানার বড় মানিকা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হরেকষ্ণ দেবনাথ, মাতা চিন্তামণি দেবী। তিন ভাই দুবােনের মধ্যে তিনি সবার ছােট। ছােটবেলা থেকেই লেখালেখি শুরু। উচ্চ মাধ্যমিক পাসের পর ঢাকায় আসেন। ঢাকা সিটি করপােরেশনে ১০ বছর চাকরি করেন এবং সে সময় বিএ পাশ করেন। ঢাকা অবস্থানকালীন সময়ে জাতীয় গ্রন্থকেন্দ্র ও বাংলা একাডেমি কর্তৃক আয়ােজিত তরুণ লেখক প্রকল্পে অংশগ্রহণ করেন। ২০০১ সাল থেকে তিনি সপরিবারে লস এঞ্জেলেস-এ প্রবাস জীবনযাপন করছেন। রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিব তার ২৭তম গ্রন্থ। ব্যক্তিগত জীবনে দুকন্যার জনক। ২০১২ সালে। যুগান্তর-ওয়ালটন পুরস্কার লাভ করেন। এছাড়া বাংলাদেশ। আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখা কর্তৃক সম্মাননা, ২০১১ সালে লস এঞ্জেলেস বাংলাদেশি কমিউনিটি কর্তৃক সম্মাননা, বাংলাদেশি আমেরিকান গ্রেটার রিভার সাইড কমিউনিটি সােসাইটি কর্তৃক সম্মাননা, ২০১৪ সালে লস এঞ্জেলেসে। মহান একুশ উদযাপন কমিটি কর্তৃক সম্মাননা, ২০১৫ সালে বেঙ্গলি আমেরিকান হিন্দু সােসাইটি কর্তৃক সম্মাননা, ২০১৭ সালে সিটি অব লস এঞ্জেলেস থেকে লােটাস সম্মাননা, ২০১৭ সালে ইউ এস কংগ্রেস ওম্যান ড. জুডিচু থেকে। সম্মাননা, ২০১৭ সালে ইউ এস সিনেটর টনিম্যানভােস থেকে সম্মাননাও উত্তর আমেরিকা কবিতা সম্মেলন ২০১৯ সম্মাননা লাভ করেন। বর্তমানে নিউইয়র্ক থেকে প্রকাশিক সাপ্তাহিক ঠিকানা, বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক যুগান্তর-এর লস এঞ্জেলেস সংবাদদাতা হিসেবে কাজ করছেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ