ভূমিকা
স্বর্ণখনির ভেতরে সবচেয়ে মূল্যবান বস্তু লোহার শাবল। গল্পকারদের জন্যে এই কথাটি মর্মান্তিক সত্য। গল্পের উপকরণ ছড়িয়ে আছে প্রতিদিনের জীবনে, কিন্তু তা যেন পাথরের মাঝে মিশে থাক স্বর্ণের মতোই, তাকে গুঁতিয়ে কুপিয়ে খুঁড়ে বার করে এনে জ্বালিয়ে পুড়িয়ে খাক করার পরই অভীষ্টের দেখা মেলে। সেই খননকার্যের জন্যে ব্যবহৃত লেখকমানস কমবেশি লোহার মতোই, অন্যত্র তার কদর কম, তার পরিচয় ও মূল্য উপলব্ধ হয় গল্পের জগতে ঠোকাঠুকির সময়। যে সময়ের খনিতে সে নিমজ্জিত, তার সঠিক নমুনা তুলে এনে তাকে আবার ঢালতে হয় গল্পের ছাঁচ আর নকশায়। লেখকের নিজের বলতে ঐ কল্পনার নকশাটুকুই, বাকি সতবই সমেয়র অতল গর্ভ থেকে ধার করা।
তাই হরেক পদের নকশায় লেখা গল্প পাঠকের জন্যে ছেঁকে যোগ করা হয়েছে এই সংকলনে। উদ্দেশ্য, পাঠক যেন গভীরা রাতে গল্প পড়তে গিয়ে কিছুটা শিহরিত হন, দিনান্তে মনমরা হয়ে ঘরে ফিরে এসে একটু হাসির অবকাশ পান, আলস্যসুখে ভরা ছুটির দিনে একটু পরিচিত বিষাদের স্পর্শ পান, পরিচিত পৃথিবীর কুশীলবদের একটু ভিন্ন চোখে দেখার তাড়না অনুভব করেন, কেবল নতুন কিছু দেখার জন্যেই অসম্ভবের ক্যানভাসে আঁকা ছবিতে চেনা জগতকে দেখেন। পাঠকের তৃপ্তি সময়খনকে ভূমিকায় পারিশ্রমিক, আর অতৃপ্তি তার আরো খননের অনুপ্রেরণা।
চমৎকার একটি প্রচ্ছদের জন্যে স্যামকে ধন্যবাদ জানাতে চাই। অনলাইনে লেখক সমাবেশ সচলায়তনের সহলেখক ও পাঠকবৃন্দ বরাবরই আমাকে উৎসাহ যুগিয়ে আসছেন, তারাও ধন্যবাদার্হ। গল্পগুলো গ্রন্তকারে প্রকাশের জন্যে উদার প্রেরণাদায়ী অগ্রজপ্রতিম লুৎফর রহমান রিটনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পাঠককে অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখি, পাঠ ও পাঠপ্রতিক্রিয়ার জন্যে।
মাহবুব আজাদ
কাসেল, জার্মানি,নভেম্বর ২০১২