যুদ্ধ আর দুর্দশার চিত্রে জন্মানো মরুফুল যেন আরবের কবিতা। বহুবছর ধরে অশান্ত আরববিশ্ব। কাব্যিক দুনিয়ার দিকে তাকলেও সেটা বুঝা যায়। কাব্যের মধ্যদিয়ে যে আন্দোলন করছেন কবিরা তা আরবের কবিতা পড়লেই বুঝা যায়। এই গ্রন্থে কবিতার ছন্দে উঠে এসেছে আরববাসীর স্বাধীনতার কথা আর হাহাকাররাশি।