মজিদ মাহমুদের কবিতা ঠিক প্রচলিত কাব্যপাঠের অভিজ্ঞতা দিয়ে ব্যাখ্যা করা যায় না। তার আপাত সরলতা পাঠককে প্রলুদ্ধ করলেও বৌদ্ধিক জটিলতা সর্বদা চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়। মজিদের কবিতার বৈশিষ্ট্য হলো, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি গভীর দার্শনিকতা জীব ও জড় জীবনের বৃহত্তর পরিমণ্ডলকে প্রতিদিনের ভাষা, প্রতীক ও মেটাফরের সাহায্যে ফুটিয়ে তোলা। তাই বলে, তার মিথের জগৎ কাব্যপাঠের সহজ আনন্দে বাধা হয়ে দাড়ায় না। বাংলা কবিতার ঐতিহ্য অস্বীকার না করেও তিনি সাম্প্রতিক বাংলা কবিতাকে সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালনা করেছেন। তার কবিতার আনন্দ ও বক্তব্য পুরোপুরি আস্বাদন ও প্রতিষ্ঠার জন্য কিছুটা সময় প্রয়োজন।