ছবির কথা কিছুই বুঝিনে। ওগুলাে স্বপ্নের ঝাঁক, ওদের ঝোঁক রঙিন নৃত্যে। এই রূপের জগৎ বিধাতার স্বপ্ন রঙে রেখায় নানাখানা হয়ে উঠচে। বসন্তে পলাশ ফুটে উঠল কালােয় রাঙায় একটা রূপ। কিসের গরজ? কে জানে? মানে কি যদি জিজ্ঞাসা কর তার উত্তর কে দেবে? আপনা আপনি সৃষ্টিকর্তার তুলির মুখ থেকে বেরিয়ে পড়েছে। আবার বেল-ফুল আর এক মূর্তি ধরে বসল কেন? অজানার স্বপ্ন-উৎসব থেকে বিচিত্র রূপ উৎসারিত- এ সম্বন্ধে বিশ্বকর্মার কোনাে কৈয়িফত নেই। আমার ছবিও তাই রূপের নিগূঢ় আনন্দ নানা রূপে রূপে লীলা করছে, সম্পূর্ণ নিরর্থক। এই আনন্দ দর্শকের মনেও যদি সঞ্চারিত হয় তাে ভালাে- নইলে কারাে কোনাে ক্ষতি নেই। সৃষ্টি কেন হয় তার ব্যাখ্যা অসম্ভব সকলের গােড়াকার কথাটা হচ্চে আনন্দান্ধ্যের খন্বিমানি ভূতানি জায়ন্তে।