”যাদের বিয়ে হবে” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
জীবনের বহু উপলবন্ধুর পথ পেরিয়ে ৭০ বছর বয়সে লেখক। সারাজীবনের অভিজ্ঞতা দিয়ে লিখলেন নরনারীর জীবনের অপরিহার্য এই বই।। দুখণ্ডে সমাপ্য এই বইটির প্রথম পর্ব । লেখা হল অবিবাহিত তরুণ তরুণী ও তাদের অভিভাবকদের জন্য। এই বইতে তত্ত্ব আছে কিন্তু তা গুরুভারে ভারাক্রান্ত নয়। ইতিহাস আছে কিন্তু তা গল্পের মতাে জীবনেরই ইতিহাস। । যৌনশিক্ষার কথা আছে কিন্তু কোথাও তা উদ্দেশ্যপ্রণােদিত অশ্লীলতা নয়। জীবন থেকে নেওয়া অসংখ্য উদাহরণ। দিয়ে তৈরি এই বইটি সাহিত্যেরই একটি নবনির্মাণ যেন।