‘হ্যাঁ’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ
আমাদের এতদিন শেখানো হয়েছে। ‘জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও আমরা পুড়িয়েছি। সেই ট্রাম-বাস পোড়াতে পোড়াতে, চেয়ার-টেবল ভাঙতে ভাঙতে আমরা আজ নিজেদের গড়তেই ভুলে গিয়েছি। কিন্তু একুশ শতকের ছেলেমেয়েরা কী নতুন করে ঘুরে দাড়াবে? আমরা কি নিজের পায়ে দাড়িয়ে বলব না, :
হ্যা আমরাও পারি—।