“সাহিত্য ও সমালোচনার রূপ-রীতি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সাহিত্য ও সমালােচনার রূপ-রীতি বইটি সাহিত্যের রূপবৈচিত্র্যের একাধারে তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ। দেশবিদেশের সাহিত্য-সৃষ্টির অসংখ্য উদাহরণ এই বিশ্লেষণের একটি বড় সম্পদ। শুধু বিশ্লেষণই নয়, লেখকের তীক্ষ্ণ অন্তদৃষ্টি ও গভীর রসবােধ কোথাও কোথাও সৃজনশীল সমালােচনার স্তরে পৌঁছে গেছে। পাশাপাশি তার নিরপেক্ষ বিচারবােধও সাহিত্য-সৃষ্টির বিচিত্র রূপের প্রভেদ ও অন্তলীন নৈকট্যকে অসাধারণ দক্ষতায় স্পষ্ট করেছে। কবিতা, নাটক, উপন্যাস, গল্প, প্রবন্ধ ইত্যাদির রূপগত বিবর্তনের এমন চমৎকার ইতিহাস বাংলা সমালােচনা সাহিত্যে এই প্রথম।