“ব্রাইডা” বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে:
ব্রাইডা একজন আইরিশ তরুণীর জ্ঞান আহরণের কাহিনী । দীর্ঘদিন ধরে জাদুবিদ্যার বিভিন্ন আঙ্গিকের। প্রতি ব্রাইডার অন্যরকম টান ছিল । কিন্তু সে জাদুবিদ্যার চেয়ে অন্যরকম কিছু চায়। ঘটনাচক্রে, জ্ঞানী ম্যাগাসের সাথে ব্রাইডার দেখা হয়ে যায় । জ্ঞানী জাদুকর জঙ্গলে বাস করেন। তিনি ব্রাইডাকে আধ্যাত্বিক জগতের ধ্যান-ধারণা দিতে থাকেন। তিনি বুঝতে পারেন ব্রাইডার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে কিন্তু তা কি বুঝতে পারছে না। এই সময়ে ব্রাইডা আরাে জীবনের রহস্যময়তার আরাে গভীরে জড়িয়ে পড়ে, আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজতে চায়। তিনি ব্রাইডাকে ভয় জয় করে জগতের ভালােত্ত্বকে বিশ্বাস করতে শিক্ষা দেন। উইক্কা নামী ডাইনী মহিলা তাকে কিভাবে জগতের সঙ্গীতের সাথে নিজেকে বিলিয়ে দিয়ে নাচতে হয় তা শিক্ষা দেন । চাঁদের কাছে প্রার্থনা করা শিক্ষা দেন । ব্রাইডা তার গন্তব্য খুঁজে ফেরে, প্রিয়তমের সাথে সম্পর্কের পাশাপাশি ডাইনী হওয়ার আকাঙ্খর মধ্যে তাকে যুঝে চলতে হয়।
পাওলাে কোহেলহাের এই রােমাঞ্চকর উপন্যাসে জীবনের গভীরতার সােনার খনি খুঁজে পাওয়া যায়। ব্রাইডা ভালােবাসা, আবেগ, রহস্যময়তা এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয়।