দিনকে দিন আমরা আমাদের কৃতকর্মের মাধ্যমে পৃথিবীর পরিবেশ বিষিয়ে তুলছি, প্রকারান্তরে যা ধরিত্রী ধ্বংসের নামান্তর। উন্নত বিশ্বের অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণ যেমন বায়ুমণ্ডলকে করছে কলুষিত এবং বিপর্যস্ত, তেমনি দৈনন্দিন জীবনাচারের নানা অনুষঙ্গের পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাবে পৃথিবীর সার্বিক পরিবেশ হয়ে উঠছে বিষময়। এ কারণে পরিবেশ নিয়ে আজ যেন ভাবনার অন্ত নেই। দেশ মহাদেশ নির্বিশেষে শাসকগোষ্ঠী যেমন এ বিষয়ে চিন্তিত, তেমনি চিন্তাশীল সচেতন জনেরাও এ নিয়ে যারপরনাই উৎকণ্ঠিত। পরিবেশবিষয়ক এসব নানা দিক পর্যালোচনা করা হয়েছে বর্তমান গ্রন্থে