মিনার মনসুরের দ্রোহের কবিতা

৳ 250.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789840416134
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১২৭
সংস্কার 1st, 2014
দেশ বাংলাদেশ

স্বৈরাচারের রোষানলে পগড় ১৯৮৩ সালে নিষিদ্ধ হয়েছিল নিভৃতচারী এই কবির প্রথম কাব্যগ্রন্থ ‘এই অবরুদ্ধ মানচিত্রে’। কারণ তাঁর কবিতার অস্থিমজ্জায় মিশে আছে দ্রোহ। সামরিক স্বেরশাসনের ভয়ঙ্কর থাবার ভেতরে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তিনি যথার্থই লিখেছেন, ‘আমার ভেতরে ভয়ডরহীন যে-কবিমানুষটির বসবাস তারও জন্ম হয়েছিল এই সময়ের গর্ভে। সময়টি কতোটা আগ্রাসী ছিল তা আজ কল্পনা করাও কঠিন। বাঙালির অবিসংবাদিত নেতা ও স্বাধীনতার মহান স্থপতিকে হত্যা করা হয়েছে- সপরিবারে এবং নজিরবিহীন নৃশংসতার সঙ্গে। ঘাতকেরা সদম্ভে দাপিয়ে বেড়াচ্ছে সারা দেশ। অন্তহীন এই দাপট। সবচেয়ে গ্লানিকর বিষয় হলো- বঙ্গবন্ধু নিজে যে-রাষ্ট্রটির জন্ম দিয়েছেন সেই রাষ্ট্রই অবতীর্ণ হয়েছিল ঘাতকের প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায়। এই বাস্তবতা আমার মধ্যে যে ক্রোধ ও দ্রোহের জন্ম দিয়েছিল- গ্রন্থভুক্ত কবিতার বড়ো অংশই জুড়ে আছে তার বোবা আর্তনাদ। দ্রোহের কবিতার এই মলাটের মধ্যে আগ্রহী পাঠক পেয়ে যাবেন শ্বাসরুদ্ধকর সেই সময়ের নিখাদ এবং দুর্লভ একটি ছবিও। তবে প্রায়শ সবকিছুকে ছাপিয়ে ওঠে মা, মানুষ ও মাতৃভূমির প্রতিটি প্রাণ ও ধূলিকণার জন্য কবির অনন্য এক মমত্ববোধ। মজ্জাগতভাবে বিদ্রোহী হলেও উচ্চকণ্ঠ নয় তাঁর কবিতা।’ ভরা নদীর মতো তাঁর বিদ্রোহে গতি আছে, গর্জন নেই। একেবারেই স্বতন্ত্র তাঁর কণ্ঠস্বর।

Minar Monsur
মিনার মনসুরের লেখালেখির শুরু সত্তরের দ্বিতীয়ার্ধে। মূলত কবি। জন্ম ২০ জুলাই ১৯৬০ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে কৃতিত্বের সঙ্গে বিএ (সম্মান) এবং এমএ পাস করেছেন যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৪ সালে। বর্তমানে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ কবিতা: ‘এই অবরুদ্ধ মানচিত্রে’ (১৯৮৩); ‘অনন্তের দিনরাত্রি’ (১৯৮৬); ‘অবিনশ্বর মানুষ’ (১৯৮৯); ‘আমার আকাশ’ (১৯৯১); ‘জলের অতিথি’ (১৯৯৪); ‘কবিতাসংগ্রহ’ (২০০১) এবং ‘মা এখন থেমে যাওয়া নদী’ (২০১২); ‘মিনার মনসুরের দ্রোহের কবিতা’ (২০১৩)। ছড়া: ‘হেলাফেলার ছড়া’ (১৯৮৯)। গবেষণা: ‘হাসান হাফিজুর রহমান: বিমুখ প্রান্তরে নিঃসঙ্গ বাতিঘর’, (বাংলা একাডেমী, ১৯৯৯) এবং ‘ধীরেন্দ্রনাথ দত্ত: জীবন ও কর্ম’, (বাংলা একাডেমী, ২০১২)। প্রবন্ধ: ‘শোষণমুক্তির লড়াইয়ে মধ্যবিত্তের ভূমিকা’, (১৯৮৭) এবং ‘কবি ও কবিতার সংগ্রাম’ (২০১৩)। জীবনী: ‘ধীরেন্দ্রনাথ দত্ত’, (বাংলা একাডেমী, ১৯৯৭)। সম্পাদিত গ্রন্থ ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ (প্রথম প্রকাশ: ১৯৭৯)। ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মারকগ্রন্থ’ (১৯৯৪); ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আত্মকথা’ (১৯৯৫); ‘মুক্তিযুদ্ধের উপেক্ষিত বীর যোদ্ধারা’ (২০০৮) এবং ‘বাংলাদেশের সমাজ, রাজনীতি ও উন্নয়ন: বিশিষ্টজনের ভাবনা’ (২০১০)।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ