অবিরাম ধ্বংসে গড়ে ওঠা যে জগত তার একটা গুণ বিস্মৃতি। বিস্মৃতি আছে বলেই তো মানুষ নতুন নতুনভাবে মূর্ত হয়। এর মধ্যে প্রশ্ন তোলা যাক কবিতা কোথা থেকে আসে কিংবা কেনই বা কবিতা আসে প্রশ্নটা গুরুতর। উপায়হীন ব্যক্তি হেয়ালি করে বলতে পারেন বিস্মৃতির সপ্রাণ প্রকাশই কবিতা। সেদিক থেকে কবিতা কোথা থেকে আসে তরচেয়ে গুরুতর প্রশ্ন কবিতার অধিষ্ঠান কোথায়।