“আইল্যান্ডস ইন দ্য স্ট্রীম” বইয়ের ফ্ল্যাপের লেখা:
উপন্যাসে একটি দৃশ্য আছে যেখানে হাডসন তার ছেলের সাথে মাছ ধরে, এবং দৃশ্যটি এতটাই পর্যবেক্ষণের সাথে বর্ণনা করা হয়েছে- এমনকি, আমার কাছে মনে হয়েছে, “দি ওল্ড ম্যান এন্ড দ্য সী’এর থেকেও শৈল্পিক ও আকর্ষণীয় হয়েছে এবং এতটাই আবেগঘন হয়েছে যে আমি পড়ে শিহরিত হয়েছি এবং নিজেই মাছ ধরার কাজে নিয়ােজিত হতে চেয়েছি, যে কাজটি আমার কখনই পছন্দের ছিল না । একেই বলে যাদু যা কিনা হেমিংওয়ে তাঁর শব্দ, ভাষা এবং প্রকাশভঙ্গী দিয়ে তৈরি করেন।
– রিভিউঃ বুদ্ধাবীম রিডার, আমেরিকা।
যদি আপনি ‘দি ওল্ড ম্যান এন্ড দ্য সী’ পছন্দ করে থাকেন। এটা ঠিক তেমনই একটি কাজ। ক্ষেত্রবিশেষ আমি এটাকেই এগিয়ে রাখবাে।
– রিভিউ: গু ড রিডস।
‘কেউ বলেন এটা বড়দের উপন্যাস, কেউ বলেন। সমুদ্রপ্রেমী ও ইতিহাসপ্রেমীদের, কেউ বলেন। দুঃসাহসীদের; আমি বলবাে বাবাদের।
– ম্যাথিউ, কানাডা।
‘মর্ম স্পর্শ করে কোথাও কোথাও।
-জন ডি অলড্রিজ, স্যাটারডে রিভিউ ।