ভারতীয় জাতীয় আন্দোলন বইটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বদরুদ্দীন উমরের ‘রাজা রামমোহন রায়’ মেমোরিয়াম লেকচার। এ বক্তৃতা তিনি দিয়েছিলেন ১৯৮৪ সালে। প্রথম, কলকাতা থেকেই এ বই প্রকাশিত হয়। পরে বাংলাদেশ থেকে। কাজেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পাঠকের কাছে এ বই পরিচিত। এ বইয়ের মৌল ভিত্তিতে আছে ভারতের সাম্প্রদায়িকতা। উমর দেখিয়েছেন, ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে শ্রেণী, আঞ্চলিক ও সাম্প্রদায়িক- এই তিনটি দ্বন্দ্ব রাজনীতি ক্ষেত্রে প্রবল প্রভাব বিস্তার করেছে এবং শেষ পর্যন্ত সাম্প্রদায়িক দ্বন্দ্ব অপর দুটি দ্বন্দ্বকে অধীন করে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারত ভাগ হয়ে গেছে। তাঁর এই তত্ত্বের ব্যাখ্যা যেমন আকর্ষণীয়, তেমনি দ্বান্দ্বিক পদ্ধতির এক অসাধারণ উপস্থাপন।