মুক্তবুদ্ধির চর্চা, বিষয়ের গভীরে যাওয়ার ক্ষমতা, প্রশ্ন উত্থাপন এবং যুৎসই ব্যাখ্যা হাজির করার দক্ষতা মজিদ মাহমুদের প্রবন্ধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। চিন্তাশীল প্রবন্ধ সাহিত্যের সংকটকালে তাঁর গভীর অনুধ্যান ও অব্যাহত অনুসন্ধান ইতোমধ্যেই তাঁকে করে তুলেছে প্রাতিম্বিক। তাঁর প্রবন্ধ কেবল তথ্য উপাত্তের সংগ্রহ হয়ে না থেকে সাহিত্যের ভেতর দিয়ে জীবনের যে কৌতূহলী প্রকাশ- তাকেই ধরতে চেষ্টা করেছে। গত দুই দশকে প্রকাশিত তাঁর সাতটি প্রবন্ধ গ্রন্থ থেকে বাছাই করে বর্তমানে তার নির্বাচিত প্রবন্ধ পাঠকের সামনে তুলে ধরা হলো। আমাদের বিশ্বাস তাঁর রচনা পাঠকের আগ্রহ কিছুটা উসকে দিতে পারবে।