“প্রবন্ধ সমগ্র -৪র্থ খণ্ড” বইয়ের পিছনের কভারের লেখা:
‘অন্নদাশঙ্কররে প্রবন্ধসম্ভার বাংলাসাহিত্যের মহামূল্য সম্পদ’ বলছেনে আচার্য প্রবোধচন্দ্র সেন। অন্নদাশঙ্কররে সাহিত্যচেতনা দুই মহান সাহিত্যপ্রবাহে লালিত। একটি ভারতীয় সাহিত্যের তিন হাজার বছররে ধারা, অন্যটি য়ুরোপীয় রেনেসাঁসেরে পাঁচশো বছরের জোয়ার, তার সাহিত্য সৃষ্টিতে এই দুই ধারার অনবদ্য সমন্বয় ঘটছে। তাঁর রচনায় একদিকে যেমন আছে সরলতা ও স্নিগ্ধতা, অন্যদিকে তেমনি আছে বিশুদ্ধি ও বৈজ্ঞানকিতা। প্রাচ্য ও পাশ্চাত্ত্য, শিল্প ও জীবন, বিশ্বাস ও মনন এবং ভাবের সঙ্গে ভাবনা, বস্তুজিজ্ঞাসার সঙ্গে রোমান্টিক চেতনা, লোককজীবনরে সঙ্গে পরিশীলিত জীবন—সবকিছু মিলিয়ে তিনি নিজে এবং তাঁর সৃষ্টিও এক আশ্চর্য নান্দনিক সমীকরণ। অন্নদাশঙ্কর রায় কবি ও কথাসাহত্যিকি, ভ্রমণকাহিনীকার ও প্রাবন্ধিক এবং সর্বোপরি সচেতন ও বিবেকবান চিন্তাবিদ। তার এই শেষোক্ত পরিচিতির সবচেয়ে বড় প্রমাণ তাঁর প্রবন্ধসাহত্যি।