“ইন্কা গোল্ড” বইয়ের পেছনের কভার থেকে:
সীমাহীন লােভ, রক্ত পিপাসু লড়াই আর। প্রেমের অসামান্য কাহিনী ইনকা গােল্ড | পাঁচ শতাব্দি আগে রহস্যময় একদল আদিবাসী নেমেছিলাে অজানা। কোনাে এক দ্বীপে-রেখে গিয়েছিল ইনকা সাম্রাজ্যের সমস্ত স্বর্ণালঙ্কার। সেই পরিমাণ সম্পদ একজন মিশরীয় ফারাও তাঁর সারাজীবনেও দেখেন নি বলে কথিত আছে। কিন্তু সময়ের আঁচড়ে লােকচক্ষুর অন্তরালে চলে যায় সে সব।
পেরুর একদল বিজ্ঞানীকে উদ্ধার করে অভিযাত্রী ডার্ক পিট সূত্র পেলাে সেই গুপ্তধনের । আন্দেজ পর্বতমালা থেকে মেক্সিকান মরুর পাতাল নদী- বিলিয়ন ডলার মূল্যের সম্পদ হস্তগত করার জন্যে শুরু হলাে সময়ের সাথে পাল্লা দেয়া। ডার্কের সঙ্গী তার দু:সাহসী বাল্যবন্ধু অ্যাল জিওর্দিনাে আর রূপসী নারী শ্যানন।
শেষ পর্যন্ত কে পেলাে ইকাদের হারিয়ে হাওয়া গুপ্তধন?