সমাজের প্রচলিত মূল্যবোধ এবং নিয়মের সাথে অধিকাংশ মানুষ নিজেদের খাপ খাইয়ে চলে। প্রয়োজন বলে চলে, আবার চলতে হয় বলেও চলে। মানুষের আকাক্সক্ষা, লোভ, কাম বা প্রবৃত্তিকে মানুষ প্রতিনিয়তই একটা দেয়ালের মধ্যে আটকে রাখতে চায়। কিন্তু এই দেয়ালের শক্তি কতখানি? স্ত্রী বিয়োগব্যথায় ভারাক্রান্ত মধ্যবয়সী ইউসুফ আলী আর মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন কর্মরত স্বামীর সঙ্গ-বঞ্চিত বিউটির সংযমও তাই এক পর্যায়ে জলের দেয়ালের মতোই ভেঙে পড়ে।