এটি মূলত একটি ফ্যান্টাসিধর্মী উপন্যাস। একজন শাসক নিজের নপুংসকত্বকে আড়াল করে নিজেকে যোগ্য শাসক হিসেবে জাহির করতে গিয়ে তাকে নানা ছলাকলা, নিষ্ঠুরতা, বিবেখীনতা, রহস্যময় স্ক্যান্ডালের আশ্রয় নিতে হয়। এক সময় তার পতন ঘটিয়ে যারা ক্ষমতায় আসে তারাও হয়ে যায় নপুংসক। কী এর রহস্য !