বই সম্পর্কেঃ
১৯৭৮ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৬টি বছর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিলো । সে সময়টা ছিলো আমার কুসুম ফোটার সোনালী দিনগুলি । ক্যাডেট কলেজের পরিবেশ, শিক্ষা, বন্ধুদের সাহচর্য্, শিক্ষকদের দিকনির্দেশনা আমাকে একজন ভিন্ন মানুষরূপে গড়ে তোলে । সেই ক্যাদেট কলেজে পড়ার সময় প্রায় প্রতিদিনি আমার নোটবুকে অত্যন্ত গোপনে কিছু না কিছু লিখে রাখতাম, এবং অত্যন্ত যত্নের সঙ্গে তা লুকিয়েও রাখতাম, কাউকেই ছুতে দিতামনা আমার গোপন ডায়েরিটি । কলেজ থেকে বেরিয়ে যাবার ৩০ বছর পর, আজ স্বেচ্ছায় এ নোটবুকটি প্রকাশ করতে ইচ্ছা হল। এর আগে কলেজের ১৯৭৮-৭৯ সালের এক বছরের ডায়েরিকে আত্মজৈবনিক উপাখ্যানাকারে প্রকাশ করেছিলাম ২০০৮ সালে, নাম ছিলো ক্লাস সেভেন ১৯৭৮ । এবার তাঁর বাদবাকি অংশ নিরেট ডায়েরির আকারেই ছাপিয়ে দিলাম । সঙ্গে যুক্ত করলাম সে সময়ে আমার সহপাঠি ও শিক্ষকদের ছবিও । সঙ্গে কলেজ ক্যাম্পাসের কিছু ছবি্, পরবর্তি সময়ে তোলা অপরিবর্তিত অবয়বেরই । কিশোর বয়েসে আমি ঠকে ঠকে যা যা শিখেছিলাম, তা থেকে কোন একজনের জন্যও যদি এটা কোন উপকার নিয়ে আসে, আমি মনে করবো আমার সকল গোপন কথা ফাঁশ করে দেয়া স্বার্থক।