“দ্য গডফাদার” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
গডফাদার! নাম শুনলে অজান্তেই আতকে উঠে মন, ভয় ও আতঙ্ক জমে উঠে ভাবনায়। এমনই এক বিস্ময়কর বই লিখে বিশ্বব্যাপী আলােচিত ও কালজয়ী হয়ে রয়েছেন নন্দিত লেখক মারিও পূজো। গডফাদার নিয়ে তৈরি হয়েছে নাটক ও সিনেমা পর্যন্ত । সেগুলােও হয়েছে আলােচিত ও ব্যবসা সফল। মারিও পূজোর লেখা মােট আটটা বইয়ের মধ্যে সর্বাধিক বিক্রিত ও আলােচিত বই ‘দ্য গডফাদার’ । ডন কর্লিয়নি, লুকা ব্রাসি, মাইকেল ও সনি চরিত্রগুলাে মারিও পূজোর এমনই এক আলােচ্য চরিত্র । এই বইয়ের পরতে পরতে লুকিয়ে আছে রহস্য, ভয়, আতঙ্ক ও অজানা শিহরণ । পাঠকগণ বইটি একবার পাঠ করা শুরু করলে শেষ করা পর্যন্ত বই ছেড়ে উঠতে পারবেন না নিশ্চিত।