“গাঙচিল” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
নােয়াখালী জেলার প্রত্যন্ত চরাঞ্চল দ্বীপ গাঙচিল। প্রকৃতির সাথে নিয়ত লড়াই করা নিঃস্ব রিক্ত মানুষের আবাসভূমি। সমুদ্রের আছড়ে পড়া ঢেউয়ে জোয়ার-ভাটার মতােই ভাঙা-গড়ায় কাটে সুবিধাবঞ্চিত এসব মানুষের জীবন। ক্ষুধা-খরা, দরিদ্রতা আর স্থানীয় কতিপয় রাজনৈতিক মােড়লের শােষণের যাতাকলে পিষ্ট মানুষগুলাে যেন প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেছে। দেশসেবার ব্রত নিয়ে শহর থেকে আসা দুই এনজিও কর্মী সাগর ও মােহনা তাদের পাশে দাঁড়াতে চায়। বিরুদ্ধ পরিবেশে কাজ করতে গিয়ে তাদের ওপরও নেমে আসে ঝড়। ঝড়ে হার মানে না মােহনা। ইকবালের হাত ধরে মােহনা ও মন্ত্রীর পরােক্ষ সহযােগিতায় মানুষের বিজয় ঘটে একদিন চর গাঙচিলে। ইসমাইল চেয়ারম্যানের ষড়যন্ত্র তবু থামে না। সাগর-মােহনার জীবনেও ঝড় থামে কই? সামাজিক শৃঙ্খল, ধর্মের সীমানা পেরিয়ে যৌথ জীবনের স্বপ্নটা ভেঙ্গে চৌচির। দক্ষিণ গাঙচিলে গেছে সাগর। অপেক্ষা করে মােহনা। ফিরবেতাে সাগর?