“কার্ল মার্কস মানুষটি কেমন ছিলেন” বইটির লেখকের কথা থেকে নেয়াঃ
কার্ল মার্কসের মতাে মানুষদের ব্যক্তিজীবন সবসময়ই আড়ালে চলে যায় তাদের কীর্তি এবং অবদানের বিশালতার কারণে। মার্কসের ব্যক্তিজীবন আড়াল করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন একদিকে তার ভক্তরা, অন্যদিকে শত্রুরা। ভক্তরা করেছেন, যাতে মার্কসের পয়গম্বরসুলভ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়। আর শত্রুরা করেছেন এই কারণে যে মার্কসের বিরােধিতা করতে বসেও ব্যাপক প্রশংসা না করে কোনাে উপায় থাকে না। তারপরেও কার্ল মার্কসের অনেকগুলাে জীবনকথা প্রকাশিত হয়েছে। বলাবাহুল্য, সেগুলাে একমুখী বিধায় সেখানে রক্তমাংসের মানুষটি অনুপস্থিত। এসব কথা না লিখলেও চলত। কিন্তু নিচের কথাগুলাে বলতে হবে বলেই ওপরের কথাগুলাে বলা। এই ধরনের পুস্তক কখনােই মৌলিক হতে পারে না। অনেক ভাষার অনেক লেখকের বই, আলােচনা, অন্তর্জাল থেকে তথ্য গ্রহণ করা হয়েছে।