এই বই সেই রোদের সন্তানদের নিয়ে;যাঁরা জন্মেছেন স্ফুলিঙ্গ হয়ে,আর আজ নক্ষত্র।তাঁদের শোভায় প্রজ্জ্বলিত হচ্ছে পৃথিবী।জয়ধ্বনি উঠছে বাংলার,বাঙালির এবং বাংলাদেশের। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়া বাংলার সূর্যসন্তানদের জয়গান রচিত হয়েছে এখানে।প্রচণ্ড লড়াকু মানসিকতা,অসম্ভব কাজ তাঁদের নিয়ে গেছে সাফল্যের শীর্ষে।এটা সেইসব মানুষদের মানুষের বই,যাঁরা শুধু পৃথিবীকে নয়,নিজেদেরও জয় করেছেন।যাঁদের কাহিনীগুলো দারুণ অণুপ্রেরণাদায়ক ও উদ্দীপনাময়।সেইসব প্রকৃত নায়কদের জীবচনচিত্র ও সাক্ষাৎকারগুলো আপনার মধ্যে জ্বেলে দিতে পারে সম্ভাবনার মশাল।