“কিস দ্য গার্লস” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
এবারে খুনী একজন নয়, দু’জন। একজন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে কলেজ ক্যাম্পাস থেকে সুন্দরী, বুদ্ধিমতী মেয়েদেরকে অপহরণ করছে। অপরজন লস এঞ্জেলসে বর্ণনাতীত নৃশংস খুন করে সৃষ্টি করেছে আতংক। তবে গা হিম করা খবর হলাে দুই প্রতিভাবান এবং কৌশলী খুনী পরস্পরের সঙ্গে যােগাযােগ করছে, একে অন্যকে সহায়তা করছে এবং মেতে উঠেছে ভয়ংকর প্রতিযােগিতায় ।