‘হ্যালোজেন গ্যাং’ বইটির কিছু কথাঃ
হ্যালোজেন গ্যাং উপন্যাসটিতে একদিকে যেমন রয়েছে সাহিত্যরস তেমনি রয়েছে রসায়নের রসও। রসায়ন যাদের কাছে ভীতিপ্রদ বিষয় তারা এই উপন্যাসে অনেক কিছু শিখতে পারবেন।
জামান নামের এক অতিরিক্ত ঘুমকাতুরে ছেলে ঘুম নিয়ে নানান গবেষণা এবং ক্লাসে ঘুমানোর নানান কৌশল বের করার চেষ্টায় থাকে। আলসেমির কারণে নিষ্ক্রিয় গ্যাস জেননের নামে তার নাম রাখা হয়।
একসময় অলস জামানই হয়ে ওঠে পড়াশোনায় মারাত্মক মনযোগী। উপন্যাসের নানা গল্প, নানা রহস্য, গতি পাঠককে মনোমুগ্ধ করে রাখে।