“তাজউদ্দীন আহমদ ও প্রথম বাংলাদেশ সরকার” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
গ্রন্থটি প্রথম বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে রচিত। বাংলাদেশের ইতিহাসে তাজউদ্দীন আহমদ সবচেয়ে বিতর্কিত ব্যক্তি। এই বিতর্কের উত্তাপের মধ্যেও সত্যসন্ধ সাহসী দৃষ্টিভঙ্গি নিয়ে আবুল কাসেম ফজলুল হক তাজউদ্দীন আহমদের ঐতিহাসিক ভূমিকা নির্ণয় করার চেষ্টা করেছেন। ১৯৭১ সালের ২৫মার্চ থেকে ১৯৭২ সালের ১১জানুয়ারি পর্যন্ত কালকে একটি historical entity গণ্য করলে তার মহানায়ক তাজউদ্দীন আহমদ। অনুরাগ ও বিরাগের উর্ধ্বে উঠে সমকালীন ইতিহাসের বিচার কম লােকেই করতে পারেন। এ গ্রন্থে আবুল কাসেম ফজলুল হক সেটা কীভাবে কতখানি করতে পেরেছেন তা এক কৌতূহলের ব্যাপার।