বইয়ের ফ্ল্যাপের লেখা
জনগােষ্ঠীর আচার-আচরণ, ধর্ম, বিশ্বাস, জীবিকা অর্জনের পদ্ধতি মানব জীবনে বহমান ধারা। তাদের জীবনের হাজারাে উপকরণ ও উপাচার মিলে বৈশ্বিক অবস্থানের এক বিমূর্ত চিত্র রচনা করেছেন জনাব নুরুল আমিন। কল্পিত বিবরণ পাশে ঠেলে এ লেখা স্পর্শ করেছে মানবজীবনের মনস্তাত্ত্বিক আর দার্শনিক দিকগুলাে। মনে সংশয় নেই এবং আমার অবিচলিত আস্থা, এ লেখা পাঠকের ভালাে লাগবে। আর যদি তাই হয় , লেখকের সুখ্যাতি অকৃপণ ভাষায় কীর্তিত হােক।
আবদুস সাত্তার
নির্বাহী উপদেষ্টা, ডিভাই বিশ্ববিদ্যালয়, আমেরিকা।
জনাব নুরুল আমিনের ‘ফিরে দেখা জীবন: স্মৃতি ও অনুভব’ পাঠ করে উপলব্ধি করা যায় বাঙালি মধ্যবিত্ত শ্রেণির পল্লিজীবন, নগরজীবন ও প্রবাসজীবনের গতিচিত্র। পড়লে আরও দেখতে পাবেন, একটা অংশের বিদেশ গমন ও বসতিস্থাপনসহ মানুষের সম্পর্কের মধ্যে ব্যাপক পরিবর্তনের চিত্র। এই পরিবর্তনই বলতে গেলে উন্নয়নশীল দেশের সমাজের গতিচিত্র। জনাব নুরুল আমিন সুন্দরভাবে এই গতিচিত্র উপস্থাপন করেছেন। এটা একধরনের জীবনস্মৃতির সমাজতত্ত্ব। এই সমাজ ও জীবনের সমাজতত্ত্ব বয়ানে জনাব নুরুল আমিন সত্যিকার অর্থেই প্রতিভার প্রমাণ রেখেছেন।
সাদাত উল্লাহ খান
সম্পাদক