“বাংলা তাফসীর কুরআনুল কারীম” বইয়ের প্রকাশকের কথাঃ
সমস্ত প্রশংসা মহান রাব্বল আলামীনের জন্য, যার একান্ত মেহেরবানিতে আমার মতাে অযােগ্য ব্যক্তির দ্বারা তারই পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের সংক্ষিপ্ত টিকাসহ অনুবাদ প্রকাশ করার তাওফিক দিয়েছেন।
সকল প্রকার জ্ঞানের উৎস হলাে কুরআনুল কারীম। পথভ্রান্ত, সত্য-বিচ্যুত মানুষকে সত্য ও সঠিক পথে পরিচালিত করার জন্য কুরআনুল কারীম বান্দার প্রতি মহান আল্লাহর এক মহান নিয়ামত। মানুষের দৈনন্দিন জীবন পরিচালনায় কুরআনের বিকল্প নেই। কুরআন পড়া যেমন ফরজ, তেমনি কুরআন বুঝে সে অনুযায়ী আমল করাও ফরজ। সেজন্য সকলেরই কুরআনুল কারীম তিলাওয়াত ও এর অর্থ অনুধাবন অত্যাবশ্যক। কুরআন ব্যতীত দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ লাভের আর কোনাে পথ নেই। কুরআনুল কারীমের মমার্থ ও শিক্ষা যথাযথভাবে অনুধাবন করতে কুরআনুল কারীমের তাফসীরের বিকল্প নেই। আর এ তাফসীর মাতৃভাষায় হওয়ায় খুবই জরুরী। বাংলাভাষায় থাকা তাফসীরগুলাের আকার বৃহৎ হওয়ায় সহজে কুরআনুল কারীম অনুধাবনের স্বার্থে সংক্ষিপ্ত টিকা সংযােজন করা হলাে।
কুরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে হাদীস হলাে অন্যতম মাধ্যম, কেননা রাসূলুল্লাহ সা.-এর বাণী তথা হাদীস হলাে কুরআনের সর্বোত্তম ব্যাখ্যা। প্রফেসর ড. মুহাম্মদ মুজীবুর রহমান রচিত ও দারুস সালাম সৌদি আরব থেকে প্রকাশিত বাংলা তাফসীর কুরআনুল কারীম’ থেকে সংক্ষিপ্ত টিকা সংযােজন করা হয়েছে। সর্বোপরি কুরআনুল কারীমের সংক্ষিপ্ত টিকাসহ সহজে বহনযােগ্য অনুবাদ প্রকাশে পাঠকের চাহিদার আলােকে কুরআনুল কারীম (সহজ-সরল বাংলা অনুবাদ) নামে এ মূল্যবান অনুবাদগ্রন্থ প্রকাশিত হলাে।
মহান আল্লাহর দরবারে আমাদের আকুল প্রার্থনা তিনি যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন। এ মূল্যবান অনুবাদ গ্রন্থটি প্রকাশের সাথে জড়িত সকলের দুনিয়া ও আখিরাতের সাফল্য কামনা করছি। মহান আল্লাহ যেন আমিসহ সকলকে এ উসিলায় জান্নাতবাসী হিসেবে কবুল করেন। আমীন..।