“দ্য ম্যাটলক পেপার” বইয়ের পিছনের কভারের লেখা:
ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে মাদকাসক্তের সংখ্যা! নিউ ইংল্যান্ড রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সবাই জড়িয়ে পড়ছে এই জালে। কাকতালীয়ভাবে জানা গেল এই সব কিছুর পেছনে দায়ী ‘নিমরড’- একটি গােপন সংস্থা। তদন্তের ভার পড়ল কার্লাইল ইউনিভার্সিটির তরুণ প্রফেসর জেমস ম্যাটলকের কাঁধে। দুই সপ্তাহ পরে গােপন সম্মেলনে মিলিত হচ্ছে ‘নিমরড’ আর স্থানীয় মাফিয়া। তার আগেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে ম্যাটলককে। সূত্র বলতে অদ্ভুত ভাষায় লেখা সম্মেলনের একটা আমন্ত্রণপত্র। কিন্তু নিমরডের’ নাম শুনলেই কেন-ভয়ে আঁতকে উঠছে সবাই? কাজে নামল ম্যাটলক…কিন্তু সাথে সাথেই বুঝতে পারল বড় ভয়ঙ্কর শত্রুর পিছনে লেগেছে ও! খুন হয়ে গেল ফেডারেল এজেন্ট। আত্মহত্যা করলেন অত্যন্ত সম্মানিত এক প্রবীণ শিক্ষক। বারবার হামলা চালানাে হলাে ম্যাটলকের উপর, ওর বান্ধবীর উপর চালানাে হলাে অমানুষিক নির্যাতন। শেষে মরিয়া হয়ে রুখে দাঁড়াল ম্যাটলক। কিন্তু নিষ্ঠুর এই শত্রুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক নিরীহ শিক্ষক কি করতে পারবে? জানতে হলে পড়ন- রবার্ট লুডলাম এর এক অনবদ্য সৃষ্টি ‘দ্য ম্যাটলক পেপার।