আলোকচিত্র রাহিন হায়দারপ্রচ্ছদ ধ্রুব এষনির্বাচিত কবিতার ভূমিকা নির্বাচিত ঘুম ভেঙে গেল, ও সূর্য পূর্ণতা কই। নির্বাচিত জাগরণে দেখি : আয়ু মাপে স্রোতের কল্লোল, শিশিরের মধ্যে আলো, মনে হলো, তোমাকে দেখেছি। কখনো ভেবেছি : সব নির্বাচনে শীতের আহার, সংহিতা পড়ে থাকে ধুলোর আশ্রমে। কখনো জেনেছি : কোথাও পরাণ আছে তাহা বিলাসিতা। ও চন্দ্র, এবার বিমোচন দাও। জাহিদ হায়দার জন্ম : ২১ এপ্রিল, ১৯৫৬ গ্রাম : দোহারপাড়া, জেলা : পাবনা। ছাত্রজীবনে লেখালেখি শুরু। বিশেষ ভালোলাগা : চলমান ও স্থির মানুষের মুখ দেখা। প্রকাশিত বই কবিতা : স্বাগত কালের পর্যটক খোলা দরোজার দিন অগ্নিগণ সখা আমার বলো দূত, অভিসার তিথি বন্দনা করি অপেক্ষার রূপকথা এঁকেছিল ক’জন স্বপ্নপাড়ানি গল্প : জীবিকাজট আট মাত্রা ভ্রমণ : যখন ক্যামবডিয়ায় জাহিদ হায়দারনির্বাচিত কবিতানির্বাচিত কবিতা জাহিদ হায়দার