“টাইম ট্র্যাভেল” বইটি সম্পর্কে কিছু কথা:
সময় ভ্রমণ নিয়ে, বিশেষ করে অতীত ভ্রমণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্কের শেষ নেই। কোনাে কোনাে বিজ্ঞানী তাে অতীত ভ্রমণ করার সম্ভাবনা এক কথায় বাতিল করে দিতে চান। কিন্তু আসলেই কি সময় ভ্রমণ সম্ভব? আমরা কি এমন কোন টাইম মেশিনের নকশা করতে পেরেছি, যা ভবিষ্যতে কোনাে একদিন তৈরি করা সম্ভব হবে? ভবিষ্যৎ জেনে কি তা পরিবর্তন করা যাবে? এই বইতে পদার্থবিজ্ঞানের সর্বশেষ জানা তথ্যের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলাের উত্তর দেওয়া হয়েছে। আর সময় ভ্রমণের বাস্তবতা উপলব্ধি করার জন্য সময় বিষয়টি আসলে ঠিক কি সে বিষয়েও বিস্তারিত আলােচনা করা হয়েছে।