“কবিতার কথা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
‘সকলেই কবি নয়। কেউ কেউ কবি। এবং তার মধ্যে জীবনানন্দের আসন প্রথম সারিতে। কবিতা ছাড়া, কবিতা বিষয়েই কতিপয় মূল্যবান প্রবন্ধও তিনি লিখেছিলেন, যাতে পাঠকের পক্ষে ‘খারাপ কবিতা থেকে ভালাে কবিতা, এবং সব কবিতা থেকেই মহৎ কবিতা চিনে নেবার আগ্রহ ক্রমেই শিক্ষিত হতে পারে। এইসব প্রবন্ধের মধ্যে কাব্যবিষয়ে তাঁর জ্ঞান, বােধ, অভিনিবেশ এবং অন্তদৃষ্টির পরিচয় তাঁর কাব্যের মতােই একান্ত নিজস্ব এক ভাষায় বিধৃত হয়ে আছে। গ্রন্থাকারে প্রথম প্রকাশিত এইসব আলােচনার প্রতি কাব্যের, বিশেষত আধুনিক কাব্যের পাঠক মাত্রই ঋণী বােধ করবেন।