“অপ্রত্যাশিত সম্পর্ক” বইয়ের লেখকের কথা:
আমার বিশ্বাস, লিখনি শক্তি কমবেশী সব মানুষেরই থাকে। এমনকি অক্ষর জ্ঞানহীন ব্যক্তিরাও অন্তত বলতে পারেন যা শ্রুতি লেখকদের মাধ্যমে লিখ্য হয়। আমি নিজে কিছু লিখেছি আমার অন্তর আত্মায়, যা পরবর্তীতে কাগজে ঠাঁই পেয়েছে। হৃদয়ের সুপ্ত ভাষা থাকে নির্ভেজাল। তা থেকে অল্পকিছু অনুভূতি প্রকাশ পায়। আমিও তা থেকে ব্যতিক্রম নই। কৈশাের আর যৌবনের মধ্য খানের টালমাটাল বয়সে কারাে কারাে জীবনে কিছু সম্পর্ক তৈরি হয় শতভাগ পবিত্র। অথচ সময়ের পরিক্রমায় তার অধিকাংশই কলি অবস্থায় থেকে যায়- ফুল হয়ে আর ফোটেনা। সে অব্যক্ত সম্পর্কের কলিগুলাে সারাটা জীবন অন্তরে ফুল হয়ে ফোঁটার জন্য প্রহর গােনে। জীবনের একটা সময়ে নিজ মনেই মেনে নিতে হয়- না হয়, না ফুটল সে ফুল। অন্তত কলি হয়ে তাে আজও হৃদয়ের গহীনে রয়েছে সেও এক প্রকার শান্তনা। প্রিয় পাঠক, আমার লেখা ‘অপ্রত্যাশিত সম্পর্ক’ পাঠে মনে হবে হয়ত অনেকেরই জীবনে রয়েছে সে গােপন সম্পর্ক। বইটি পড়লে মনে হবে একটা চলন্ত ট্রেনে আপনি দ্রুত ফিরে যাচ্ছেন অতীত জীবনে। যেখানে রয়েছে সুখময় কিছু স্মৃতি। এটি পড়লে আপনার অবশ্যই ভাল লাগবেসে নিশ্চয়তা রইল ।
-কাজী কুদ্দুস