“ঠাকুরমার ঝুলি” বইটির ‘রূপকথার জাদুকর দক্ষিণারঞ্জন মিত্র-মজুমদার ও তাঁর ঠাকুরমার ঝুলি’ অংশ থেকে নেয়াঃ
রূপকথা শব্দটির সাথে ছােট-বড় সবাই কমবেশি পরিচিত। শুধু পরিচিত নয়, রূপকথার বই পেলে সেটি শেষ না করা পর্যন্ত মন ছটফট করে, আবার পড়তে বসলেই নানা কল্পনা এসে ঠায় নেয় মানসলােকে। তখন যেন শিশুই হয়ে উঠি আমরা। আমাদের বাংলা সাহিত্যে এ রকম বইয়ের অভাব নেই। কিন্তু তার ভেতর যে বইটি সবচেয়ে বেশি সমাদর লাভ করেছে সেটি হলাে দক্ষিণারঞ্জন মিত্র-মজুমদারের ঠাকুরমার ঝুলি। রূপকথার এ বইটি যুগ যুগ ধরে আমাদের মনােলােকে প্রভাব বিস্তার করে চলেছে লেখকের শৈল্পিক উপস্থাপনার গুণে।