“ক্যান্সারের সাথে বসবাস” বইটির সম্পর্কে কিছু কথা:
ক্যান্সার শব্দটির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত মৃত্যুভয়। সভ্যতার এই চূড়ান্ত বিকাশের যুগেও চিকিৎসা বিজ্ঞান সম্পূর্ণভাবে অসহায় ঘাতকব্যাধি ক্যান্সারের কাছে। ক্যান্সারের আক্রমণ মৃত্যুর আগেই মানুষকে নিক্ষেপ করে। মৃত্যুর অতল কালাে গহ্বরে। লেখক জাহানারা ইমাম, একাত্তরের মুক্তিযুদ্ধে যার সন্তান ও স্বামী শহীদ হয়েছেন, মৃত্যুকে যিনি কাছ থেকে প্রত্যক্ষ করেছেন সেই সময়ে, যে মৃত্যু তাঁকে তখন স্পর্শ করতে পারেনি, ক্যান্সার তাকে আক্রমণ করেছে বিরাশিতে। অত্যন্ত সাহসের সঙ্গে তিনি রুখে দাঁড়িয়েছেন ক্যান্সারের বিরুদ্ধে, যেভাবে মৃত্যুকে তিনি রুখেছিলেন একাত্তরে। চিকিৎসকদের সহযােগিতায় তিনি ক্যান্সারের প্রথম ও দ্বিতীয় আক্রমণকে পর্যুদস্ত করেছেন চড়া মূল্যে। শুধু অর্থের পরিমানে চড়া নয়, অপরূপ লাবণ্যময়ী এই নারী হারিয়েছেন তার মুখশ্রীর অনিন্দ্য সৌন্দর্য। গত দশ বছর ধরে তিনি বসবাস করছেন ক্যান্সারের সঙ্গে। মৃত্যুর সঙ্গে এই যুদ্ধকে তিনি অবলােকন করেছেন অত্যন্ত নির্লিপ্ত এবং প্রচ্ছন্ন কৌতুকের দৃষ্টিতে। সেভাবেই তিনি বর্ণনা করেছেন তাঁর দ্বিতীয় যুদ্ধের কথা ক্যান্সারের সাথে। বসবাস’ গ্রন্থে। শুধুমাত্র মহৎ শিল্পীরাই পারেন মৃত্যু সম্পর্কে এতখানি নির্মোহ হতে, যা, যে কোন মানুষকে অনুপ্রাণিত করবে মৃত্যুভয় অতিক্রম করতে। একই সঙ্গে ক্যান্সারে আক্রান্ত মানুষেরও সহযােদ্ধা হিসেবে বিবেচিত হবে এই গ্রন্থ।