“পিপু ও বাঘা” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
পিপু! পিপু আধা আধা কথা বলে।
ওর বন্ধু বাঘা। বাঘাটাকে পিপু খুব পছন্দ করে। ভাইয়া আর মা বাঘাটাকে দূর দূর তাড়িয়ে দেয়। কিন্তু একদিন!
কি একদিন? পিপু খুব বিপদে পড়ে। পিপুর বন্ধু মিলু আর চিলু ছুটে পালায়। এখন কি হবে পিপুর?
কে বাঁচাবে পিপুকে? আরে বাঘাটা কোথায়?