সাফি দৌড়াতে দৌড়াতেই উল্টো দিকে ফিরে চেঁচিয়ে মালেককে স্টেশনের দিকে যেতে বলে। গিয়ে যেন স্লিপ খােলার ব্যাপারটা বলে ট্রেনটাকে থামতে বলে। এদিকে ট্রেনের হুইসেল শােনা যাচ্ছে। সাফি প্রাণপনে গেঞ্জিটা বাতাসে ঘুরাতে ঘুরাতে চ্যাঁচাচ্ছে। ‘ট্রেন থামাও ট্রেন থামাও…’