সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই অজগর আলীর এক নতুন সমস্যা শুরু হয়েছে। তার মাথার মধ্যে কুকুর ডাকা শুরু করেছে। তাও একটা, দুইটা নয়, রীতিমতো দল বেঁধে! মাঝে-মধ্যে তারা ভয়ংকরভাবে ঝগড়াও করছে…অসহ্য একটা পরিস্থিতি! তিনি ভেবেছিলেন, বাইরে কোথাও হবে।… …কাজের ছেলেটা তখন কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করল, তারপর বলল, ‘কই, আমি তো কিছু শুনি না!’…