“বুনে গেলাম আশার স্বপন-গভর্নরের দিনলিপি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
দীর্ঘদিন গবেষণা ও অধ্যাপনার একপর্যায়ে গরিবের অর্থনীতিবিদখ্যাত ড. আতিউর রহমান ২০০৯ সালের ৩ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যােগদান করেন। যােগদানের পর থেকেই তিনি। প্রচলিত ধারার ব্যাংকিংয়ের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক ও সমগ্র ব্যাংকিং খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও সুস্থিতিশীল করার লক্ষ্যে অসংখ্য সংস্কারমূলক কাজ সম্পন্ন করেন। এককথায়, তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত সংজ্ঞা ও অবস্থানকেই আমূল পাল্টে দেন। কেন্দ্রীয় ব্যাংকে সাত বছর পূর্তির কিছুদিন আগে তিনি গভর্নর পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন। এই সময়ে তাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ও দেশের আর্থিকখাতে গণমানুষের স্বার্থে যেসব নতুন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে, এতদিন তিনি যেসব কথা বলেছেন, যেসব স্বপ্ন দেখেছেন, দেখিয়েছেন এবং স্বপ্নপূরণে যেসব উদ্যোগ নিয়েছেন সেসবের দিনভিত্তিক উল্লেখযােগ্য চিত্র ফুটে উঠেছে এই বইটিতে। বলা যায়, তার সময়ে বাংলাদেশ ব্যাংক ও দেশের ব্যাংকিং খাতের বদলে যাওয়া এবং স্বপ্ন পূরণের এই যে অভিযাত্রা তাতে নতুন প্রজন্মের কেন্দ্রীয় ব্যাংকার, আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট মানুষ এবং তরুণ ব্যাংকাররা যেন যুক্ত হতে পারেন, সাধারণ পাঠকরাও যেন উপকৃত হন- সেজন্যই ড. রহমানের এই ক্ষুদ্র প্রয়াস।