“জাপানের রুপান্তরের ইতিহাস (১৬০০-১৯৪৫)’ বইয়ের শেষ ফ্ল্যাপ এর লেখা:
জাপান—সূর্যোদয়ের দেশ। এশিয়া মহাদেশের একমাত্র দেশ, যেখানে সামন্তবাদী সমাজ এক ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এক স্বাধীন পুঁজিবাদী দেশে রূপান্তরিত হয়ে; সাম্রাজ্যবাদী দেশে অধঃপতিত হয়েছে। রূপান্তরের এই সমগ্র গতিপথ; সন, তারিখ, ঘটনার সমাহার নয়, জাপানী সমাজের রূপান্তরের এক যুক্তিগত বিশ্লেষণ এই বইতে বিবৃত হয়েছে। | জাপানের রূপান্তরের ইতিহাস-এর এই চতুর্থ সংস্করণ তেরটি অধ্যায়ে বিভক্ত। সহজ, সাবলীল ভাষা, জাপানের মানচিত্র, জাপানী শব্দের বাংলা অর্থ, এই বইকে স্বতন্ত্রতা দিয়েছে। | অমিত ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। আধুনিক ভারতের ইতিহাস, মানবাধিকার, উন্নয়নের বিকল্প পথ; তার গবেষণা, ভালােলাগার বিষয়। সেতু প্রকাশনী থেকে প্রকাশিত তার উল্লেখযােগ্য অন্যান্য গ্রন্থ—চীনের রূপান্তরের ইতিহাস (৩য় সংস্করণ)। দিশা ও দিশারী: চীন বিপ্লব ও মাও সে তুং- একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ ১৯৪৯-৮০, Swadeshi Enterprise in Bengal: 1921-47 (2nd edn.), Transformation of China.