একজন বড় স্রষ্টার সৃজনমানস-এ নিরন্তর চলে এই বিশ্ব এই চরাচর সম্পর্কে নানা উদ্দীপনা, অনুভব। সৃষ্টি ও নির্মাণ প্রক্রিয়া চলে এক-ই সময় পরিসরে। জীবন-জিজ্ঞাসার বহুস্তরিক কথা মূর্ত হয়ে ওঠে সে-ই সৃষ্টির ভিতর, নির্মাণের ভিতর। রবীন্দ্রমানসের নানাবিধ সৃষ্টি ও নির্মাণ সম্পর্কিত ভাবনার বিশ্লেষণ ও আত্মসমীক্ষণ ‘রবীন্দ্রনাথ তুমিই আকাশ, তুমিই নীড়’। গ্রন্থকারের নিগূঢ় উপলব্ধিতে রবীন্দ্র-দর্শন, রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা ও আন্তর্জাতিকতা বােধ থেকে রবীন্দ্রনাথের দৃষ্টিতে মৃত্যু, উত্তরসূরিদের চোখে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের বৈজ্ঞানিক জল্পনা প্রভৃতি বিষয় এই গ্রন্থে ধরা পড়েছে। বিশেষ করে, রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ও গীতাঞ্জলির আধুনিক দৃষ্টিকোণ অন্যতর চিন্তার উন্মােচন ঘটায়।