বল্মীক

৳ 360.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9788129517180
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২২৪
সংস্কার 2nd Edition, 2019
দেশ ভারত

“বল্মীক” বই এর ফ্লাপের লেখা
নিজেকে পল্লবগ্রাহী বলতেন নারায়ণ সান্যাল। বিষয় থেকে বিষয়ান্তরে অবাধ সঞ্চরমান ছিল তাঁর মানসলোক। সাহিত্যজীবনের ঊষাযোগ থেকেই তিনি পুববাংলার একদল বৃন্তচ্যুত মানুষকে নিয়ে ক্রমাগত লিখে চলেছিলেন। স্থপতি হিসেবে সরকারি চাকরি জীবনের প্রথম পর্যায়ে উদ্বাস্তু পুনর্বাসনের কাজে সরাসরি যুক্ত থাকার ফলে কাছ থেকে ছিন্নমূল মানুষগুলিকে দেখার সুযোগ ঘটেছিল তাঁর। দেখেছেন সব-হারানো মানুষগুলো কীভাবে আপ্রাণ লড়াই চালাচ্ছে এ-দেশের মাটিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। দেখেছেন তাদের মধ্য থেকেও সুবিধাবাদ, সুযোগ সন্ধানীদের মাথাচাড়া দিয়ে ওঠা। আবার দেখেছেন অন্ধকারের মধ্যে একচিলতে আলোর মতো হতাশার তমসা থেকে আশার জ্যোতি। তাঁর এই দর্শন, এই উপলব্ধিই উপন্যাসের উপজীব্য হয়ে উঠেছে বারংবার। বল্মীক এই সোনার বাংলার ছিন্নমূল মানুষকে নিয়ে লেখা উপন্যাস। হতাশার অন্ধকারে নিমজ্জিত হওয়া নয় । বরং অন্ধকার মধ্য থেকে উৎসারিত হওয়া আলোর সন্ধানই এই উপন্যাসে।

Narayon Sanyal
( ২৬শে এপ্রিল, ১৯২৪ - ৭ই ফেব্রুয়ারি, ২০০৫) আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক। এছাড়াও তিনি একজন পুর প্রকৌশলী । নিত্য নতুন বিষয়বস্তু নির্বাচন ছিল তাঁর রচনাশৈলীর এক বৈশিষ্ট্য।
লেখকের আদি নিবাস নদীয়া জেলার কৃষ্ণনগর। তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। স্কুলের খাতায় নাম ছিল নারায়নদাস সান্যাল। ১৯৪৮ সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.ই. সম্পন্ন করেন। তিনি ইন্সটিট্যুট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)-এর ফেলো ছিলেন। ১৯৮২ সালে সরকারী চাকুরী থেকে অবসর নিয়েছিলেন।
সাহিত্যজগতে নারায়ন সান্যাল তাঁর বকুলতলা পি এল ক্যাম্প ও দন্ডক শবরি গ্রন্থের জন্য বিশেষভাবে পরিচত। পি.ডব্লু.ডি তে চাকরি করাকালীন দণ্ডকারণ্য অঞ্চলে তাঁর পোস্টিং হয়, জীবনের অভিজ্ঞতায় এই দুটি উপন্যাস লেখেন যা বিদগ্ধ পাঠক মহলে সমাদৃত হয়। এছাড়া বিজ্ঞান, শিল্প স্থাপত্য ভাস্কর্য ও সামাজিক, ঐতিহাসিক উপন্যাস প্রচুর লিখেছেন। শিশু কিশোরদের জন্যেও তাঁর রচনা সুখপাঠ্য। তাঁর অন্যান্য রচনাগুলির মধ্যে বিশ্বাসঘাতক, ষাট একষট্টি, হে হংসবলাকা, নক্ষত্রলোকের দেবতাত্মা, আবার যদি ইচ্ছা করো, অরণ্য দন্ডক, অশ্লীলতার দায়ে, না মানুষের পাঁচালী উল্লেখযোগ্য। রহস্য গোয়েন্দা কাহিনীও লিখেছেন, তাঁর কাঁটা সিরিজ নামে খ্যাত বইগুলির মূল চরিত্র ব্যারিস্টার পি কে বাসু স্ট্যানলি গার্ডেনারের প্যারি ম্যাসন এর আদলে তৈরি। তার রচিত কাহিনী নাগচম্পা (যদি জানতেম), সত্যকাম, পাষণ্ড পন্ডিত চলচ্চিত্রায়িত হয়েছে।
রবীন্দ্র পুরস্কার - অজন্তা অপরূপা-১৯৬৯, বঙ্কিম পুরস্কার - রূপমঞ্জরী-২০০০, পুরস্কারে ভূষিত হন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ