“ঠানদিদির কবিরাজি” বইয়ের সংক্ষিপ্ত লেখা:
শরীরকে সুস্থ রাখতে হলে অনুশাসনকে মান্যতা দিতেই হবে। স্বাস্থ্যবিধি অনুসৃত না হলে একটি প্রাণ অকালে ঝরে যায়। পারিবারিক জীবন বিঘ্নিত হয়। ধরাে তক্তা মারাে পেরেক’ সহবাসবিধি নয়।
সন্তানােৎপত্তিতে অনন্যচিত্ত সহবাস, কামােদ্দীপক অনুলেপনাদির ব্যবহার। গুরুত্ব পেয়েছে মায়েদের স্বাস্থ্যসচেতন করতে যে সংলাপের আশ্রয় নেওয়া হয়েছে তা প্রশংসনীয়। অতীতে কোথায় ছিলাম জানতে পারলে বর্তমানের অগ্রগামিতার মূল্যায়ন সহজ হয়। ঠানদিদিশরীর সম্বন্ধে মানুষকে আরও বেশি জাগ্রত করেছেন। কবিরাজ শ্রীনীলমাধব সেনগুপ্ত প্রণীত সরল গৃহচিকিৎসার এই দুর্লভ বইটিকে বিস্মৃতির অতল থেকে উদ্ধার করেছেন বিশিষ্ট অধ্যাপক তথা আয়ুর্বেদ গবেষক অমিত ভট্টাচার্য।
এ বইতে আমরা পাই
• দীর্ঘ উপবাস ও অতিরিক্ত আহার সংযম (ডায়েটিং)।
দুই-ই ক্ষতিকারক
• দ্বিতীয় সন্তান গর্ভে এলে প্রথম সন্তানকে দুধ ছাড়ানাের উপায়
• শিশুর চিকিৎসা বহুদর্শী ডাক্তার দিয়ে করানাে উচিত
• শিশু দাঁত ওঠার সময় ভােগে কেন?
• নবজাতককে পরিচারিকার কোলেই রেখে দেওয়া অসংগত
• নিয়মিত ব্যায়াম কেন জরুরি
• টোটকা ও ওষুধের পার্থক্য বিচার
• অনিদ্রা দূর করার উপায়
• কীভাবে মুখের অরুচি নষ্ট হয়
• কীভাবে চুলের গােড়া শক্ত হয়
• শরীরে লাবণ্য বৃদ্ধির উপায়
• মাছ, মাংস, সবজি, মশলার গুণাগুণ