“যাদের বিয়ে হলো” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কারও বিয়ে হয়, কেউ বিয়ে করে কিন্তু অধিকাংশ মানুষই বিবাহিত। নরনারী দাম্পত্য সম্পর্কে বাধা না পড়লে সৃষ্টি থেমে যেত। দম্পতির দেহ-মিলন একদিকে যেমন সৃষ্টিসুখের উল্লাস, জৈবধর্ম, অন্যদিকে তা প্রকৃতির আর এক ছন্দোময় প্রকাশ। বিয়েতে যেমন সেক্স অনিবার্য ও অপরিহার্য তেমনি তার অপব্যবহার, বৈকল্য ও অপারগতা জীবনের এক অশনি সংকেত। এক অসাধারণ কৃতিত্বের সঙ্গে নরনারীর জীবনের এই স্পর্শকাতর নিভৃত দিকগুলি নিয়ে লেখক আলােচনা করেছেন। জীববিজ্ঞান, সমাজতত্ত্ব ও মনােবিদ্যা ইতিহাস ও ভূগােলের সীমারেখা চূর্ণ করে, যে কত মনােগ্রাহী করে সব শ্রেণির পাঠক-পাঠিকার জন্য লেখা যায় এই বইটি না পড়লে তা আগে ধারণা করা মুশকিল ছিল।