আমি সর্দার ইয়ারাবের কন্যা। স্বর্গের দেবীর হুকুমে বিনাশ ডেকে এনেছি শয়তান পূজারীদের ভাগ্যে, বন্ধ করেছি শিশু বলিদান। ধ্বংস করেছি পারস্যের অত্যাচারী অগ্নিপূজারী রাজা ওচাস আর্টাজারজেসকে। আমি আয়েশা। আমি সে, যাকে মানতেই হবে। আজ আমার জগতের সাথে পৃথিবীকে পরিচিত করাব। বলব আমার ভাগ্য নিয়ে দেবী আফ্রোদিতির নিষ্ঠুর রসিকতা আর দেবী আইসিসের কোপানলে পড়ার কথা। বলব আমার প্রেমাস্পদকে হারানাের গল্প আর জানাব, কীভাবে আমি আয়েশা থেকে হয়ে উঠেছি যাকে মানতেই হবে’, ‘যে কখনও মরে না। তাহলে, আর দেরি কেন? চলুন, জেনে নিই আয়েশার রােমহর্ষক আর হৃদয়বিদারক জীবনের ইতিবৃত্তান্ত।