পুত্রের প্রতি পিতার পত্র ও উপদেশ

৳ 300.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২২৪
সংস্কার 2nd Published, 2021
দেশ বাংলাদেশ

মুসলিম জাহানে এমন লোক জন্মগ্রহণ করেছেন যাঁরা অসাধারণ জ্ঞানী ও মহান। তাদেরকে আমরা আকাবির বা মনীষী বলে থাকি। ইসলামের ইতিহাসে তাঁদের অবদান অনেক। মুসলমান জাতির কাছে তাঁরা স্মরণীয় ও বরণীয়। নবী-রাসুল ও আসহাবে রাসুল থেকে শুরু করে এমনই কয়েকজন নামকরা মুসলিম মনীষীর তাঁদের পুত্রদের সাথে সংঘটিত খণ্ডিত ঘটনাবলী ও উপদেশমালা দিয়ে সাজানো হয়েছে ‘পুত্রের প্রতি পিতার পত্র উপদেশ’ গ্রন্থটি। তাঁদের অবিস্মরণীয় আদর্শ জীবন কাহিনির ওই খন্ডিত অংশটুকু জেনে আমাদের প্রজন্ম ‍উৎসাহিত হোক, নসিহত গ্রহণ করুক-এটাই আমাদের একান্ত কামনা। গ্রন্থটির বিভিন্ন অংশে সম্মানিত পাঠকদের উদ্দেশ্যে পুত্রের প্রতি পিতার পত্র বা নসিহতের পাশাপাশি এমন কতগুলো সুরভিত নমুনা বা দৃষ্টান্ত ও চমৎকার কাহিনী পেশ করা হয়েছে-যা তার সুগন্ধ ছড়াবে যুগযুগ ধরে ওই সব পুণ্যবান ভালো মানুষের জন্য-যাদেরকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার তাওফিক দেওয়া হয়েছে। আশ করা যায় এসব দৃষ্টান্ত ও কাহিনি আমাদের প্রাণে উত্তম ও কল্যাণকর দিকগুলো আন্দোলিত করবে এবং সৎকর্ম ও পিতামাতার আনুগত্যের দিকে ধাবিত করবে। আল্লাহ আমাদের তৌফিক দিন।

এ সময়ের প্রতিভাদীপ্ত লেখক ও অনুবাদক। লেখালেখির জগতে পদার্পণ শৈশবকালেই। শিক্ষা ক্ষেত্রে জামিয়া ইসলামিয়া পটিয়ায় দাওরায়ে হাদীস সম্পন্ন করে ২০০২ সালে। জামিয়া ফারুকিয়া করাচি থেকে তিনি তাখাসসুস ফি উলুমিল ফিকহের ডিগ্রি নেন। নাজিরহাট বড় মাদরাসা থেকে সুদীর্ঘ দুই যুগেরও অধিককাল ধরে নিয়মিত প্রকাশিত মাসিক দাওয়াতুল হক পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ‘সুচিন্তা’ ও ‘শিকড়’ও তার সম্পাদিত সাময়িকী। এছাড়া নিরলসভাবে লিখে চলেছেন বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়। ১৯৮১ সালের ২৮ মার্চ চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেয়া বরেণ্য এই আলেমের ৪০ টির অধিক বই রয়েছে বাজারে। তাঁর মৌলিক বইয়ের মধ্যে রয়েছেÑ নাফ তীরের কান্না; স্বর্ণযুগের সম্রাট; অপরাধ : উৎস ও প্রতিকার; পুত্রের প্রতি পিতার পত্র ও উপদেশ; আসহাবে কাহাফ; দেহমনের পাপ; পড়ালেখার কলাকৌশল; ইসলামের দৃষ্টিতে হালাল হারাম।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ